পিতা ব্যবসার দায়িত্ব দিচ্ছেন ... পুত্রকে।
তাকে নিয়ে ছাদে গেলেন।
তারপর বললেন,ছাদের একদম ধারে গিয়ে দাঁড়ারে এবং আমি যখন বলব লাফ দাও
তখন লাফ দেবে।
- সে কী বাবা,তিনতলা থেকে লাফ দেব? আমি মারা যাব যে!
- শোন, ব্যবসায় উন্নতি করতে চাও তো, আমার ওপর বিশ্বাস আছে?
- হ্যাঁ।
- তাহলে লাফ দাও।
ছেলে লাফ দিল এবং যথারীতি মাটিতে আছড়ে পড়ে দুই পা ও এক হাত ভেঙে মুমূর্ষু অবস্থায়
পড়ে রইল।
বাবা দ্রুত সিঁড়ি ভেঙে ছেলের কাছে ছুটে গেলেন এবং বললেন,
“ব্যবসায় এটাই তোমার প্রথম শিক্ষা কাউকে বিশ্বাস করবে না!”

এই বিষয়ে আরও বিস্তারিত জানতে প্রশ্ন করুন এখানে - Answers Mode Bangla
ReplyDelete