তোমার জীবন থেকে তুমি এখন পর্যন্ত কি কি শিক্ষা পেয়েছ?
জীবন এক অপূর্ব অভিঙ্গতা! প্রতি ধাপে ধাপেই শিক্ষা দিচ্ছে!! আজ
পর্যন্ত অনেক কিছু শিখিয়েছে আমাকে!! বিশেষ করে, কীভাবে একা নিজেকে গুছিয়ে
নিতে হই, বিপদে কীভাবে স্ট্রাগল করতে হই, স্বার্থপর হতে হই, ভীড়ের মধ্য
থেকে কী করে নিজের পথ খুজে নিতে হই আরো অনেক কিছু....এক কথায়, জীবন যে কতটা কঠিন ও বাস্তবিক সেই শিক্ষাটা পেয়েছি
No comments:
Post a Comment