পৃষ্ঠাসমূহ

Tuesday, September 22, 2015

সাউন্ড কার্ড এবং গ্রাফিক্স কার্ড নিয়ে কিছু সমস্যা ও তার সমাধান মূলক পোস্ট [ নতুনদের জন্য আবশ্যক ]


বন্ধুরা আশাকরি সবাই খুব ভালো আছেন আপনাদের দোয়াই আমিও চলে যাছি । যাই হোক আমি হার্ডওয়্যার সম্পর্কে খুব একটা অভিজ্ঞ না হলেও কিছু কিছু জিনিস গুলো পড়ে পড়ে যেনেছি আর সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি । এর আগেও আমি কয়েকটি পোস্ট করেছি হার্ডওয়্যার নিয়ে যারা পিসি হেল্পলাইন বিডি নিয়মিত ভিজিট করেন তারা আমার সেই সব পোস্ট দেখে থাকবেন । যাই হোক আজকেও আমি কিছু সমস্যা ও তার সমাধান নিয়ে পোস্ট করতে বসলাম আশাকরি আপনাদের কিছুটা হলেও উপকারে আসবে । আজকে আমি আপনাদের জন্য সাউন্ড কার্ড ও গ্রাফিক্স কার্ড এর কিছু সমস্যা ও সমস্যা নিয়ে লিখছি তাহলে দেরি না করে নিচে থেকে দেখে নিন ।


আমি খুব দুঃখিত কারন আমি নেট বাঁচানোর জন্য আগে MS Word এ লিখেছিলাম কিন্তু এখুন মনে হয় কপি পেস্ট বন্ধ তাই নিচে থেকে সমস্যা সমাধান ফাইলটি ডাউনলোড করে নিন । এটা আমি নিজেই লিখেছি ।

6a54e4888df2693d7b8ecd14785531bb
animation_avatar_animated_avatar_100x100_33732

বা

No comments:

Post a Comment