বৃষ্টি
হচ্ছে। অনেক দিন পরে। গত বছর এই বৃষ্টির সময়্টাতে তুমি সাথে ছিলে। অনেক
স্মৃতি আছে। তোমাকে ঘিরে। আজ আবার সেই সব দিনের কথা মনে পরছে। তোমার জন্য
বৃষ্টিতে ভিজে ভিজে রাস্তায় দাড়িয়ে থাকতাম। কখনো ছাতা নিতাম না। তুমি এই
জন্য কত ঝগড়া করতে!! এরপর তোমার ছাতার নিচে একসাথে আসতাম। একদিন তুমি
ভিজেছিলে। তোমার জ্বর হবে, তাই আমিও শুধু শুধু বৃষ্টিতে ভিজে জ্বর
উঠিয়েছিলাম। তোমার সাথে কতো বৃষ্টিতে ভিজেছিলাম!! একসাথে ভিজেছিলাম। আর
ভেজা হবে না কখনো। কিন্তু এইসব কথা মনে করে চোখ দুটো ভিজে যায়। বাতাস
বইছে। মেঘ গুর গুর করছে। বৃষ্টি হচ্ছে।
No comments:
Post a Comment