পৃষ্ঠাসমূহ

Wednesday, September 23, 2015

থ্রি ফিঙ্গারস হ্যান্ড রাইটিং





হাতের লেখা বাজে হলে তা পাঠককে আকৃষ্ট করে না। বিশেষত শিক্ষার্থীদের জন্য হাতের লেখা বিশেষ গুরুত্বপূর্ণ কারণ তা পরীক্ষায় নম্বরপ্রাপ্তিতে ভূমিকা রাখে। হাতের লেখার চর্চা ছোট থেকে করতে হয়। অবশ্য বড় হওয়ার পরও কিছু কৌশল অনুসরণ করে হাতের লেখা ভালো করা সুযোগ আছে। হাতের লেখা সুন্দর করার নানা প্রশিক্ষণ দিচ্ছেন বাংলাদেশ শিশু একাডেমীর হাতের লেখা বিভাগের প্রশিক্ষক এইচএম জারীফ। ঢাকার ফার্মগেটে তাঁর থ্রি ফিঙ্গারস হ্যান্ড রাইটিং একাডেমীটি অবস্থিত।
 
যোগাযোগ:
ঠিকানা: ৮৫, কাজী নজরুল ইসলাম এভিনিউ, ফার্মগেট, ঢাকা।
ফোন: ০২-৯১৩৬৮৯৬
মোবাইল ফোন: ০১৭১১৯৫৭২৮৯, ০১৭৫৯৯৫১৯৯৯, ০১৯৩৬১০১৩০২/৩
ওয়েবসাইট: http://www.3fingershandwriting.org
 
শাখা: মালিবাগেও একটি শাখা আছে থ্রী ফিঙ্গারস একাডেমীর। তবে ভর্তি সংক্রান্ত কোন কাজ এখানে করা হয় না। ভর্তির জন্য প্রথমে ফার্মগেটের মূল অফিসেই যেতে হবে। ভর্তি প্রক্রিয়া শেষ করার পর মালিবাগ শাখায় প্রশিক্ষণ নেয়া যাবে।
ঠিকানা:
৪৭৩ (২য় তলা), ডিআইটি রোড, মালিবাগ, ঢাকা।
 
সময়সূচী:
সপ্তাহের প্রতিদিনই সকাল আটটা থেকে রাত নয়টা পর্যন্ত প্রশিক্ষণ কেন্দ্রটি খোলা থাকে।
এখানকার প্রশিক্ষক এইচএম জারীফের মতে পাঁচ থেকে বিশ ঘন্টার ধারাবাহিক প্রশিক্ষেণের মাধ্যমে যেকোন বয়সী ব্যক্তির হাতের লেখা সুন্দর করা যায়। কাজেই এখানে ভর্তির জন্য বয়সের কোন শর্ত নেই। যেকোন বয়সীরা এখানে ভর্তি হতে পারে। শিক্ষকদের জন্যও ২০০ ঘন্টার প্রশিক্ষণ পরিচালনা করেন তিনি।
 
হাতের লেখা সুন্দর করার ক্ষেত্রে এইচএম জারীফের কিছু পরামর্শ:
  • এক প্যারা থেকে আরেক প্যারার মাঝে এক ইঞ্চি ফাঁকা রাখা ভালো।
  • বাঁয়ে এবং ওপরে সোয়া এক ইঞ্চি ফাঁকা রাখলে হাতের  লেখা সুন্দর দেখায়।
  • লেখার সময় ভুল হলে ওটার ওপরে হাত না ঘুরিয়ে একটানে কেটে আবার লেখা উচিত।
  • যাদের হাত ঘামে তাদের জন্য রাবার যুক্ত কলম ভালো।
  • প্রি প্রাইমারী শিক্ষার্থীদের ক্ষেত্রে হাতের লেখা দ্রুত করার দিকে জোর না দিয়ে সুন্দর করার ওপর জোর দেয়া উচিত। এদের জন্য ইংরেজী, বাংলা যাই হোক না কেন লাইন টানা খাতায় লেখার চর্চা করানো দরকার।
  • প্রাইমারী পর্যায়ে হাতের লেখা পরিস্কার ও সুন্দর করার পাশাপাশি দ্রুত করার ওপরও জোর দেয়া দরকার। আর অক্ষরগুলো যেন খুব ছোট না হয়ে যায় সেদিকেও লক্ষ্য রাখা দরকার।
  • প্রাইমারী পর্যায় পেরোনার পর হাতের লেখা আরেকটু ছোট করা যেতে পারে। প্রতি পৃষ্ঠায় ১৪-১৫ লাইন লেখা যেতে পারে।
  • এসএসসি পরীক্ষার্থীদের প্রতি পৃষ্ঠায় ১৮-২০ লাইন লেখার পরামর্শ দেন এইচএম জারীফ। তাঁর মতে এ পর্যায়ে হাতের লেখা মৌলিক নিয়ম মেনে হতে হবে তা নয়। কিন্তু খাতা দেখে পড়তে যাতে অসুবিধা না হয়, পরীক্ষকের যাতে বিরক্তি না আসে, সেটা গুরুত্বপূর্ণ।
     
কোর্সের সময় খরচ:
কেউ হাতের লেখার কোর্স করতে চাইলে প্রথমে তার হাতের লেখার একটি মূল্যায়নের মাধ্যমে কতটা সময় লাগতে পারে সেটা নির্ধারন করা হয়। আর এর ওপরও কোর্স ফি নির্ভর করে।
তিন ধরনের ব্যবস্থা আছে এখানে। প্রাইভেট কোর্স: এক জনের ব্যাচ, স্পেশাল কোর্স: দুই জনের ব্যাচ, জেনারেল কোর্স: চার জনের ব্যাচ (একাদশ বা তদূর্ধ)

গ্রুপ
মোট লেসন
সময়কাল (আনুমানিক)
ক্যাটাগরী
শিক্ষার্থী সংখ্যা
প্লে-কেজি ২
৩৫
২ থেকে ৬ মাস
প্রাইভেট
একজন
সেমিপ্রাইভেট
--
১ম এবং ২য় শ্রেনী
৩০
২ থেকে ৫ মাস
প্রাইভেট
একজন
সেমিপ্রাইভেট

৩য় থেকে ৫ম শ্রেণী
২৬
২ থেকে ৫ মাস
প্রাইভেট
একজন
সেমিপ্রাইভেট

৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী
২২
২ থেকে ৪ মাস
প্রাইভেট
একজন
সেমিপ্রাইভেট

৯ম থেকে ১০ম শ্রেণী
২০
২ থেকে ৩ মাস
প্রাইভেট
একজন
সেমিপ্রাইভেট

একাদশ থেকে তদূর্ধ্ব
১৬
১ থেকে ২ মাস
প্রাইভেট
একজন
সেমিপ্রাইভেট

No comments:

Post a Comment