বন্ধুরা আসাকরি সবাই খুব ভাল আছেন আমি আপনাদের দোয়াই ভাল আছি । যাই হক আজকেও ঠিক আগের দুটি পোস্ট এর মতো সমস্যা ও সমাধান নিয়ে এলাম আসাকরি আপনাদের কাজে আসবে । এর আগে আমি হার্ড ডিস্ক , আর RAM নিয়ে পোস্ট করেছিলাম আর আজকে CD – ROM ড্রাইভ নিয়ে কিছু সমস্যা ও তার সমাধান নিয়ে এলাম আসাকরি আপনার আমার পোস্ট থেকে কিছু টা হলেও উপকার পাবেন । তাহলে আর দেরি না করে চলুন সুরু করা জান ।
1// প্রশ্নঃ Disk Operating System এ CD/DVD ড্রাইভ পাওয়া যাছে না ?
কারনঃ DOS এর জন্য CD/DVD ROM ইন্সটল করা নেই ।
সমাধানঃ DOS Prompt এ CD/DVD ROM ইন্সটল করার জন সব থেকে সথিক উপায় হল পিসি উইন্ডোজ 98/ME এর স্টার্ট আপ Disk এর মধ্যে বুট করে নেওয়া । এছাড়া উইন্ডোজ 98 বুট সিডি এর মাধ্যমে বুট করে DOM Prompt এর CD/DVD এ CD ROM Drive পাওয়া যাই ।
2// প্রশ্নঃ উইন্ডোজ CD/DVD ROM ড্রাইভ পাছে না ?
কারনঃ ১) উইন্ডোজ CD/DVD ROM ড্রাইভের ড্রাইভার ইন্সটল করা নাই ।
২) CD/DVD ROM ড্রাইভ এর পাওয়ার কানেক্টর বা ডেইজি চেইন সঠিক ভাবে লাগানো নেই ।
৩) জাম্পার সেটিং ঠিক নেই ।
৪) CD/DVD ROM নষ্ট থাকতে পারে ।
সমাধানঃ উইন্ডোজ এ CD/DVD – ROM পাওয়া না গেলে Add New Hardware এর দ্বারা ড্রাইভটি ডিটেক্ট করে নিন । এবার সিডি –ROM ড্রাইভের সাথে প্রাপ্ত ড্রাইভার ডিস্ক থেকে সঠিক ড্রাইভারটি ইন্সটল করে নিন ।
২) সিডি ROM ড্রাইভটির পাওয়ার কানেক্টর এবং ক্যাবল পরীক্ষা করুন । একাধিক ড্রাইভ একই IDE ক্যাবল এ থাকলে একটিকে Master এবং অন্যটিকে Slave হিসাবে কনফিগার করে নিন । FDE ক্যাবলটি পিন নাম্বার অনুযায়ী লাগিয়ে নিন । দরকার হলে নতুন ক্যাবল লাগিয়ে চেক করে নিন ।
৩) যদি মনে হয় জাম্পার সেটিং সঠিক ভাবে সেট করা নাই তাহলে সঠিক ভাবে লাগিয়ে নিতে হবে ।
৪) CD/DVD –ROM ড্রাইভটি যদি মনে হয় নষ্ট তাহলে একটি নতুন ড্রাইভ লাগাতে হবে ।
৫) উপরের মতো করে যদি আপনার সমাধান না হয় তাহলে নতুন একটি ড্রাইভ দিয়ে চেক করুন আর যদি নতুন ড্রাইভ দিয়ে কাজ হয় তাহলে বুঝে নিতে হবে আগের পুরনো ড্রাইভটি খারাপ হয়েগেছে ।
3// প্রশ্নঃ CD-ROM থেকে OS বুট হছে না ?
কারনঃ ১) os সিডিটি বুটবল নয় ।
২) BIOS Setup এ “ 1st Boot Device হিসাবে অন্য কোন ড্রাইভকে অ্যাসাইন করে আছে ।
৩) বুটবল CD টি বা CD –ROM ড্রাইভটি নষ্ট ।
সমাধানঃ ১) OS যুক্ত সিডিটি বুটবল কিনা ভাল করে জেনেনিন । এক্ষেত্রে সিডি –Rom থেকে বুট করার জন বুটবল সিডি –ROM ব্যবহার করুন ।
২) BIOS Setup এর Boot Device Priority পরীক্ষা করুন । এখানে 1st Boot Device হিসবে সিডি ROM Drive নির্ধারণ করে দিন বা সিডি ROM কে সবার উপরে নিয়ে আসুন ।
৩) বুটবল সিডি – ROM টি অন্য কোন পিসি তে পরীক্ষা করুন । যদি ঠিক থাকে তাহলে আপনার পিসির CD ROM ড্রাইভ টি পরিবর্তন করুন । নাহয় সিডি – Rom টি পরিবর্তন করে নিন ।
4// প্রশ্নঃ উইন্ডোজ CD ROM ড্রাইভ টি দেখা যাই কিন্তু অ্যাকসেস করা যায় না ?
কারনঃ ১) CD ROM ড্রাইভে লাগানো ক্যাবল টি খারাপ হয়েগেছে ।
২) CD ROM ড্রাইভের লেসার হেড খারাপ হয়েগেছে ।
সমধানঃ ১) CD ROM ড্রাইভের ক্যাবল টি আদও ঠিক আছে কিনা পরীক্ষা করে নিন । দরকার হলে নতুন ক্যাবল লাগিয়ে পরীক্ষা করুন ।
২) CD ROM ড্রাইভের লেসার হেডটি হয়তো নষ্ট হয়েগেছে না ময়লা পড়েগেছে । লেসার হেড পরিস্কার করার জন সিডি লেন্স ক্লিনার ডিস্ক ব্যবহার করুন । যদি এই সব করার পরেও ঠিক না হয় তাহলে ড্রাইভ টি পরিবর্তন করে নতুন ব্যবহার করতে হবে ।
5// প্রশ্নঃ CD ROM ড্রাইভ প্রোগ্রাম সিডি/ সফটওয়্যার সিডি , ভিডিও সিডি ইত্যাদি পড়তে পারে কিন্তু অডিও সিডি তে কোন প্রকার সাউন্ড আসেনা ?
কারনঃ ১) অডিও ক্যাবলটি সঠিক ভাবে CD ROM ড্রাইভ অ সাউন্ড কার্ডে লাগানো নেই ।
২) সাউন্ড কার্ডটি ঠিক মতো ইন্সটল করা নেই বা হয়নি ।
সমাধানঃ CD ROM ড্রাইভ এর সাথে বা সাউন্ড কার্ড এর সাথে প্রাপ্ত অডিও ক্যাবলটি সঠিক ভাবে CD ROM এবং সাউন্ড কার্ডে লাগিয়ে নিন । এক্ষেত্রে কার্ডের সাথে প্রপ্ত ড্রাইভারটি ব্যবহার করুন ।
6// প্রশ্নঃ ভিডিও / অডিও সিডি চলার সময় স্কিপ করে এবং ভিডিও সিডিতে ছবি ভাঙা ভাঙা দেখাই বা আটকে যাই ?
কারনঃ ১) সিডিতে ময়লা বা Seratch আছে ।
২) CD ROM এর ড্রাইভের লেসার হেডে ময়লা জমেছে ।
সমাধানঃ ১) সিডিতে ময়লা থাকলে সাধারনত এই ধরনের সমস্যা দেখা দেই । তাছাড়া আপনি যে সফটওয়্যার এর দ্বারা ভিডিও/ অডিও চালাছেন সেটাও দেখে নিন তার ফলেও সমস্যা হতে পারে । দরকার হলে দুটি পরীক্ষা করে নিন ।
২) CD ROM ড্রাইভের লেসার হেড পরিষ্কার করুন । এজন্য CD ROM Lense Cleaner Disk ব্যবহার করুন ।
7// প্রশ্নঃ সিডি রান করতে যে পরিমান সময় লাগা দরকার তার চেয়ে বেশি সময় লাগছে ?
সমাধানঃ CD ROM ড্রাইভের হেডে ময়াল জমতে পারে । সেই কারনে এই সমস্যাটি দেখা দিতে পারে । এক্ষেত্রে হেড ক্লিনার দ্বারা হেডটি পরিষ্কার করে নিন ।
8//প্রশ্নঃ CD ROM ড্রাইভে সিডি প্রবেশ করালে পিসি হ্যাং করে ?
কারনঃ ১) CD ROM নষ্ট হয়েছে বা প্রচুর পরিমানে Seratch আছে ।
২) CD ROM ড্রাইভটির লেসার হেডে ময়লা জমেছে ।
সমাধানঃ ১) বিশেষ করে ভিডিও সিডি চালানোর সময় এই সমস্যাটি বেশি লক্ষ করা যাই । সিডিতে প্রচুর Seratch থকলে বা এর O Sector খারাপ থাকলে এই সমস্যা দেখা দিতে পারে । এই সমস্যাই সিডিটি পরিবর্তন ছাড়া আর কোন পথ নেই ।
২) সিডি লেসার হেড ক্লিনার ডিস্ক এর মাধ্যমে CD ROM এর Laser Head/Lens পরিষ্কার করে ফেলুন ।
9// প্রস্নঃ CD ROM ড্রাইভে সিডি প্রবেশ করালে বের করে দেয় বা কোন সাড়া দেয়না ?
কারনঃ CD ROM ড্রাইভ টি যদি কোন সিডিকে পড়তে না পারে বা সিডি টি সনাক্ত করতে না পারে তাহলে সাধারনত এই ধরনের আচারন করে থাকে । সাধারণত সেসকল কারনে এই সব সমস্যা দেখা দেই তাহলঃ
১) সিডি তে প্রচুর পরিমানে ময়লা আছে বা স্ক্রাচ আছে ।
২) CD ROM ড্রাইভ এর লেসার হেডে ময়লা রয়েছে বা এতি নষ্ট ।
সমাধানঃ ১) প্রথম কারন টিতে CD ROM টি পরিবর্তন করা ছাড়া কোন উপাই নাই ।
২) CD ROM ড্রাইভ এর লেসার হেড / লেন্স এর ময়লা পরিষ্কার করে দেখতে পারেন । অন্যথায় ড্রাইভটিই পরিবর্তন করতে হবে ।
10// প্রশ্নঃ CD ROM ড্রাইভে সিডি প্রবেশ করান হয়েছে কিন্তু ড্রাইভ খুলছে না ?
কারনঃ বেশির ভাগ ক্ষেত্রে ড্রাইভ এর মেকানিজমে ত্রুটি থাকলে এই ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে ।
সমাধানঃ এই ধরনের সমস্যা হলে ড্রাইভের সিডিটি ড্রাইভ থেকে বের করে ফেললেই সমস্যাটি সমাধান হয়ে যায় । ড্রাইভ থেকে সিডি বের করার জন্য পিসি বন্ধ করে ফেলুন । লক্ষ করুন CD – Loading ট্রে এর নিচে একটি ছোট ছিদ্র আছে ইমারজেন্সিতে এই ছিদ্রটি ব্যবহার করে সিডি খোলার জন্য এই বাবস্থা এটাকে manual eject বলা হয় । এজন্য একটি লম্বা শক্ত পিন নিয়ে ছিদ্র বরাবর ঢুকিয়ে সামান্য একটু ধাক্কা দিলেই সিডি Loading tray টি সামান্য একটু বের হবে । এবার tray টি ধরে টেনে বের করুন । এবার পিসি অন করলেই সিডি ট্রে – টি নিজে নিজে ঢুকে যাবে । প্রয়োজন পড়লে ধক্কা দিয়েও ঢুকিয়ে দিতে পারেন । নিচের চিত্রে দেখুন ।


11// প্রশ্নঃ CD ড্রাইভে পাওয়ার আসেনা ?
কারনঃ ১) CD-ROM ড্রাইভের সার্কিট সমস্যা আছে ।
২) পাওয়ার সাপ্লাই থেকে পাওয়ার ঠিক মতো পাছে না ।
সমাধানঃ ১) CD-ROM ড্রাইভ এর সার্কিট ড্রাইভ থেকে খুলে ভাল করে পরীক্ষা করতে হবে । যদি যদি কোন যন্ত্রাংশ হয়ে যাই তাহলে পরিবর্তন করে নিতে হবে ।
২) পাওয়ার সাপ্লাইয়ের যে কানেক্টরটি থেকে CD-ROM ড্রাইভ পাওয়ার দেওয়া হয়েছে সেটি পরীক্ষা করে নিন ।
12// প্রশ্নঃ BIOS CD-ROM পায়না ?
কারণঃ ১) CD-ROM এর পাওয়ার সাপ্লাই এর ক্যাবল সমস্যা থাকতে পারে ।
২) CD-ROM এর ডেইজি চেইন বা ডেটা ক্যাবল ঠিকমতো CD-ROM ও মাদারবোর্ড এর স্লটে লাগানো নেই ।
৩) CD-ROM এর জাম্পার সেটিংয়ে সমস্যা থাকতে পারে ।
সমাধানঃ ১) CD-ROM এর পাওয়ার ক্যাবলটি সংযোগ পরীক্ষা করুন । সমস্যা পেলে তা সংশোধন করুন ।
২) CD-ROM এর ডেটা ক্যাবল ঠিক মতো CD-ROM ও মাদারবোর্ড স্লটে লাগানো আছে কিনা পরীক্ষা করুন । যদি কোন সমস্যা পান তাহলে সেগুলিকে ঠিক মতো লাগিয়ে নিন ।
৩) CD-ROM এর জাম্পার সেটিং পরীক্ষা করে নিন । একই ক্যাবল দুটি মাস্টার ডিভাইস লাগানো যায় না । জাম্পার সেটিং ঠিক করুন ।
13// প্রশ্নঃ CD ড্রাইভ এ পাওয়ার আসে , ট্রে বের হয় কিন্তু সিডি পড়েনা ?
কারনঃ ১) CD-ROM ড্রাইভের মোটর , যেতি CD-ROM কে ঘুরাই সেতি ঠিক মতো কাজ করে না ।
২) CD-ROM এর লেজার মেকানিজম ঠিক কাজ করে না ।
সমাধানঃ ১) CD-ROM ড্রাইভ এর সার্কিট খারাপ থাকতে পারে ফলে মোটর ঘুরবে না । সেই জন্য CD-ROM ড্রাইভ টিকে খুলে ভাল করে পরীক্ষা করে নিন মোটর ঠিক মতো ঘুরছে কিনা । যদি ঠিক মতো মোটর না ঘুরে তাহলে সার্কটি ঠিক বা পরিবর্তন করতে হবে ।
২) CD-ROM এর লেজার মেকানিজমটি ঠিক আছে কি নাই সেতি ভাল করে পরীক্ষা করে নিন । যদি লেজার মেকানিজমটি ঠিক থাকে তাহলে লেন্স থেকে লাল রঙ্গের লাইট দেখতে পাওয়া যাবে ।
14// প্রশ্নঃ CD – ROM ড্রাইভ এর Eject বাটন চাপলে সিডি ট্রে বের হছে না আর ইন্ডিকেটারটি জলে আর বন্ধ হয় ?
কারনঃ ১) CD – ROM ড্রাইভ এর পাওয়ার কানেক্টর লাগানো হয়নি বা কোন সমস্যা আছে ।
২) Eject বাটন খারাপ হয়েগেছে ।
সমাধানঃ ১) CD – ROM ড্রাইভ এর পাওয়ার ক্যাবল টি পরীক্ষা করে দেখে নিন । একটি লুজ থাকতে পারে । দরকার হলে কন্টাক্ট ক্লিনার ব্যবহার করতে পারেন ।
২) Eject বাটন নষ্ট হয়েগেলে ভাল একটি নতুন Eject বাটন লাগিয়ে নিন ।
~>> যানিনা আমি কতটা সমস্যার সমাধান দিতে পারলাম আপনাদের । কিন্তু আমি চেষ্টা করেছি যে সব সমস্যাই পড়ে সেগুল শেয়ার করতে । যদি আপনাদের আমার এই পোস্ট থেকে কোন উপকার হয় তাহলে আমার এই কষ্ট সার্থক ।
No comments:
Post a Comment