পৃষ্ঠাসমূহ

Tuesday, September 22, 2015

পিসি পাওয়ার (Power) নিয়ে কিছু সমস্যা এবং কিছু সমাধান !! নতুনদের জন্য আবশ্যিক !!


বন্ধুরা সবাই ভাল আছেন আশাকরি আমিও আপনাদের দোয়াই খুব ভাল আছি । যাই হোক আজকে আমি আপনাদের কিছু সমস্যা ও সমাধান টিপস নিয়ে এলাম এর আগেও আমি আপনাদের জন্য এই ধরের কিছু পোস্ট করেছি আশাকরি সেগুলো দেখেছেন সেই রকম আজকে আপনাদের জন্য পাওয়ার সংক্রান্ত কিছু কমান সমস্যা ও তার সমধান নিয়ে পোস্ট করতে বসলাম পোস্টটি পড়ুন আশাকরি আপনাদের কাজে আসবে । এখনেও আমি ভাগ ভাগ করে পোস্ট করেছি আপনাদের সুবিধার জন্য দেখুন দেখি আপনাদের কাজে আসে কিনা ।





1// প্রশ্নঃ  কম্পিউটার ও মনিটরে পাওয়ার আসেনা ?


কারনঃ ১) পাওয়ার কার্ড ( Power supply cable ) খারাপ আছে ।
২) পাওয়ার সাপ্লাই খারাপ আছে ।
৩) কম্পিউটার পাওয়ার সাপ্লাই এর সাথে পাওয়ার কানেকশন লুজ থাকতে পারে ।
৪) সকেটের প্লাগের কানেকশনে সমস্যা থাকতে পারে ।

সমধানঃ ১) মাল্টিমিটার (AVO METER ) এর মধ্যে পাওয়ার কার্ড এর Continuty পরীক্ষা করতে হবে । সমস্যা থাকলে পরিবর্তন করে নিন ।
২) পাওয়ার সাপ্লাই এর ফ্যান ঠিক ঘুরছে কিনা ভাল করে পরীক্ষা করে নিন । এর আউটপুট ভোল্ট +5v , -5v , +12v , &  -12V পরীক্ষা করুন এবং দরকার হলে পরিবর্তন করে নিন ।
৩) কম্পিউটার এর পাওয়ার সাপ্লাই এর সাথে পাওয়ার কানেকশনটি পরীক্ষা করে দেখে নিন । লুজ থাকলে সেটি মজবুত করে লাগিয়ে দিন ।
৪) সকেটের প্লাগের কানেকশনে ত্রুটি পেলে তা ঠিক করে নিন ।


2// প্রশ্নঃ  পিসিতে পাওয়ার আসে না ( প্রসেসর এর Cooling ফ্যান ঘুরছে না ) কিন্তু মনিটরে পাওয়ার আসে ( মনিটরের পাওয়ার কিন্তু আলাদা না কম্পিউটারের পিছন থেকে নেওয়া হয়েছে বা মনিটরের পাওয়ার আলাদা ক্যাবল এর মাধ্যমে দেওয়া হয়েছে ) ?


কারনঃ ১) পাওয়ার সাপ্লাই নষ্ট থাকতে পারে ।
২) মাদার বোর্ড খারাপ থাকতে পারে ।
৩) পাওয়ার সুইচ খারাপ থাকতে পারে ।

সমাধানঃ ১) পাওয়ার সাপ্লাই ঠিক ভাবে পরীক্ষা করে দেখে নিন । সঙ্গে দেখে নিন কুলিং ফ্যান ঠিক ঘুরছে কিনা , দরকার হলে এর ফিউজ খুলে পরীক্ষা করুন । যদি এর মধ্যে কোন একটির ও সমস্যা পান তাহলে সমধান করে ফেলার চেষ্টা করুন ।
২) পাওয়ার সাপ্লাই ঠিক থাকেল আপনার মাদার বোর্ড পরীক্ষা করে দেখুন । এই সমস্যা মাদার বোর্ড এর পাওয়ার কানেকশন লুজ থাকার ফলেও হয়ে থাকে ।
৩) পাওয়ার সুইচ খারাপ থাকতে পারে । এক্ষেত্রে Reset এর Connector টি পাওয়ার কানেকটরে লাগিয়ে পরীক্ষা করুন ।


3// প্রশ্নঃ পাওয়ার লাইন ঠিক আছে কিন্তু কম্পিউটারে পাওয়ার আসে না ?

কারনঃ ১) পাওয়ার সাপ্লাই ইউনিটের ফিউজ পুড়ে যেতে পারে ।
২) অনেক ক্ষেত্রে Dry-Soldering  এর কারনে সার্কিট ভালভাবে কাজ করে না ।

সমাধানঃ ১) পাওয়ার সাপ্লাই ইউনিটের ফিউজ পুড়ে গেছে কিনা তা চেক করে দেখা দরকার এবং দরকার হলে তা পরিবর্তন করে নিতে হবে ।
২) পাওয়ার সাপ্লাইটি খুলে সার্কিটটি খুব ভাল ভাবে পরীক্ষা করা দরকার যে কোন পার্টস যেমন – রেজিস্টার , ডায়োড , ক্যাপসিটর বা অন্য কোন ছোট পার্টস পুড়ে গেছে কিনা দেখে নিন ।
৩) উপরের কাজ করার ফলেও যদি কোন সমস্যার সমাধান না পান তাহলে মাল্টিমিটারের দ্বারা বিভিন্ন সন্দেজনক পার্টস মেপে দেখতে হবে এবং কোন পার্টসের সমস্যা পেলে সেটিকে অনুরূপ পার্টস দিয়ে ঠিক করে নিতে হবে ।
৪) অনেক ক্ষেত্রে Dry – Soldering এর কারনে ভালোভাবে করে না । সেক্ষেত্রে সেটি ভালোভাবে দেখে আবার সোল্ডারিং করা দরকার ।


4// প্রশ্নঃ  খালি পায়ে কম্পিউটার হাত দিলেই শক করে । কখন কখন মনিটরের স্ক্রীনে ছুলেই শক করে ?


 



কারনঃ ঠিক ভাবে বা একেবারে আরথিং করা নাই ।

সমাধানঃ ঠিক ভাবে কম্পিউটারকে আরথিং করতে হবে । কম্পিউটারের এবং মনিটরের পাওয়ার সাপ্লাই ক্যাবল/ কার্ড কখনও দুই পিনের ব্যবহার করবেন । ৩ পিনের পাওয়ার সাপ্লাই কার্ড ব্যবহার করুন এবং এর আর্থ পিন বা তৃতীয় পিনে আরথিং ব্যবহার করুন । কোন কোন বাড়িতে ৩ পিনের পাওয়ার সাপ্লাই আউটলেট লাগানো থাকে । কম্পিউটারের জন্য সেগুলো ব্যবহার করুন । বাড়িতে বেশির ভাগ যন্ত্রপাতি যেমন – টেলিভিশনে আরথিং না থাকার কারনে বজ্রপাতে নষ্ট হয়ে যাওয়া চান্স থাকে । তাই প্রতিটি ইলেকট্রনিক কাজে আরথিং ব্যবহার করা আবশ্যিক ।


5// প্রশ্নঃ   পিসি বার বার হাং করে ?


কারনঃ ১) পাওয়ার সাপ্লাই ইউনিট পুড়ে যাবার ফলে এই ধরনে এই সমস্যার দেখা দিয়ে থাকে ।
২) পাওয়ার সাপ্লাইয়ের কোন ইউনিট খারাপ হয়ে যাতে পারে ।
৩) প্রসেসর বা মাদার বোর্ডের সাথে প্রাফিক্স কার্ড কম্প্যাটিবল না হতে পারে ।

সমাধানঃ ১) ভাল মানের কোন পাওয়ার সাপ্লাই লাগিয়ে একবার পরীক্ষা করে দেখুন । সমস্যা পেলে আপনার খারাপ পাওয়ার সাপ্লাইটি বাদ দিয়ে দিন ।
২) গ্রাফিক্স কার্ডটি কম্প্যাটিবল না হলে BIOS  সেটআপে ঢুকে এজিপির ইন্টারফেসে এক্স বা ২ এক্স সেটি পরিবর্তন করে দেখে নিতে পারেন ।


6// প্রশ্নঃ  কম্পিউটার শাটডাউন করলে সেটি রিস্টার্ট হয় ? 


কারনঃ পাওয়ার সাপ্লাইতে সমস্যা থাকার কারনে এই সমস্যাটি হতে পারে ।

সমাধানঃ ভাল মানের কোন পাওয়ার সাপ্লাই দিয়ে পরীক্ষা করে দেখুন । যদি কাজ হয় তাহলে বুজতে হবে আপনার পুরনো পাওয়ার সাপ্লাইটি নষ্ট হয়েছে তাই এটা পালটিয়ে নিন ।

☺☺☺↔▲♥♠♥♠♥♠♥♠♥♠♥♠♥♠♥♠♥♠♥♠♥♠♥♠♥♠♥♠♥♠♥♠♥♠♥♠♥↔☺☺☺
  আমি উপরের ছয় ধরনের সমস্যা ও তার সমধান নিয়ে পোস্ট করলাম জানি না কতটা ঠিক ভাবে লিখতে পেরেছি যাই হোক যদি মনে হয় আমার এই ছোট পোস্ট থেকে আপনার সীমিত পরিমান উপকার হয়েছে তাহলে একটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আর আপনাদের বন্ধুদের সাথেও শেয়ার করতে ভুলবেন না কিন্তু ।

পোস্টটি তে অনেক ভুল ভ্রান্তি থাকতে পারে তার জন্য আগেই আমি ক্ষমা চেয়ে নিছি । যাই হোক ভুল হলে ভুলটি ধরিয়ে দিয়ে আমাকে সাহায্য করবেন এটাই আপনাদের কাছ থেকে আসাকরছি । তাহলে আজকের মতো এই পর্যন্ত । ভাল থাকবেন সুস্থ থাকবেন । আল্লাহ হাফেজ ।

No comments:

Post a Comment